আদরের ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীরা, Rajesh Sir Tutorial পেজে তোমাদের স্বাগত। আমরা তোমাদের সফলতায়, তোমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তোমাদের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণির "পরিবেশ ও বিজ্ঞান" বিষয়ের অষ্টম অধ্যায় "মানুষের শরীর" অংশটির একাধিক প্রশ্ন ও তার উত্তর। এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে করতে পারলে তোমাদের দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় এই অধ্যায় থেকে শর্ট প্রশ্নের কোন অসুবিধা হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলেই দ্বিতীয় সামেটিভ পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নোত্তর এখান থেকেই আসবে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নোত্তরগুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। ষষ্ঠ শ্রেণির প্রতিটি বিষয়ের প্রশ্নোত্তর পেতে তোমরা www.rajeshsir.in - এ খোঁজ করবে। ষষ্ঠ শ্রেণির "পরিবেশ ও বিজ্ঞান" প্রশ্ন ও উত্তর | WBBSE Class 6 poribesh O bigyan Question and Answer / ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান – " মানুষের শরীর" (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Poribes...
📖📖📖অষ্টম শ্রেণী📖📖📖 ইতিহাস অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র ১) চিরস্থায়ী বন্দোবস্ত কে কত সালে চালু করেন? এর শর্তগুলি কী ছিল? ২) বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয়? ৩) রায়তওয়ারি বন্দোবস্ত কে, কত সালে, কোথায় চালু করেন? ৪) মহলওয়ারি বন্দোবস্ত কে, কত সালে, কোথায় চালু করেন? ৫) মহাজনি ব্যবস্থা কী? ৬) দাক্ষিণাত্য হাঙ্গামার কারণগুলি লিখো। ৭) অবশিল্পায়ন কী? এর প্রভাব গুলি লিখ। ৮) ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কাকে বলা হত? কেন? ৯) ভারতে রেলপথ ব্যবস্থা কে কত সালে চালু করেন? এর মূল উদ্দেশ্য কী ছিল? ১০) সম্পদের বহির্গমন বলতে কী বোঝো? ১১) সূর্যাস্ত আইন কাকে বলে? ১২) কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কী বোঝো? পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া : সহযোগিতা ও বিদ্রোহ ১) উপনিবেশিক সমাজে কাদের "মধ্যবিত্ত ভদ্রলোক" বলা হতো? ২) সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। ৩) উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। ৪) ইয়ং বেঙ্গল কাদের বলা হয়?...