Madhyamik Life Science
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [সেট-১]
মাধ্যমিকের একটি অন্যতম বিষয় জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞান একটি এমন বিষয় যেটি মনোযোগ সহকারে পড়লে অনায়াসে ৮০ শতাংশ নাম্বার পাওয়া সম্ভব। এই পোস্টে মাধ্যমিক পরিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৩৫ টি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হল। আশা করি তোমাদের কাজে লাগবে।
জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর ( প্রথম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর )
1) প্রাকৃতিক অক্সিন হলো A] IAA B] lPA C] lBA D] 2'4-D
উঃ A] IAA.
2) উদ্ভিদ এর ট্রপিক চৃলন নিয়ন্ত্রণ করে A] অক্সিন B] জিব্বেরেলিন C] সাইটোকাইনিন D] ইথিলিন
উঃ A] অক্সিন।
3) বীজ এর সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে A] অক্সিন B] জিব্বেরেলিন C] সাইটোকাইনিন D] ইথিলিন
উঃ B] জিব্বেরেলিন।
4) অগ্ৰস্ত প্রকটতায় সাহায্য কারী হরমোন টি হল A] অক্সিন B] জিব্বেরেলিন C] সাইটোকাইনিন D] অ্যাবসেসিক অ্যাসিড
উঃ A]অক্সিন।
5) বীজ বিহীন ফল উৎপাদন এ সাহায্য করে A] অ্যাবসেসিক অ্যাসিড B] জিব্বেরেলিন C] অক্সিন D] সাইটোকাইনিন
উঃ C]অক্সিন।
6) যে যন্ন্ত্র এর সাহায্যে জগদীশ চন্দ্র বসু প্রমান করেন মে উদ্ভিদের প্রান আছে সেটি হল A] আক ইন্ডিকেটর B] ক্সেসকোগ্ৰাফ C] মাইক্সোগ্ৰাফ D] টেলিগ্ৰাফ
উঃ B]ক্সেসকোগ্ৰাফ।
7) রসসফীতির তার তম্যে চলন দেখা যায় A] সূর্য মুখী গাছে B] বনচাড়াল গাছে C] আম গাছে D] পদ্ম
উঃ B]বনচাড়াল গাছে।
8) প্রানীদেহে রাসায়নিক সমন্ময় সাধনের কাজ করে A] নিউরোন B] উৎসেচক C] হরমোন D]রক্ত
উঃ C]হরমোন।
9) প্রভুগ্ৰন্থি বলা হয় যে গ্ৰন্থিটিকে সেটি হলো- A] পিটুইটারি B] হাইপোথ্যালামাস C] প্যানক্সিয়াস D] থাইরয়েড
উঃ A] পিটুইটারি।
10) ডাবের জলে কোন হরমোন থাকে - A] অক্সিন B] জিববেরেলিন C] সাইটো কাইনিন D] অ্যাবসেসিক অ্যাসিড
উঃ C] সাইটো কাইনিন।
11) আপৎকালীন বা জরুরি কালীন হরমোন A] STH B] থাইরক্সিন C] অ্যাড্রিনালিন D] ইনসুলিন
উঃ C] অ্যাড্রিনালিন।
12) ক্যালোরিজেনিক হরমোন টি হল - A] ইনসুলিন B] ACTH C] থাইরক্সিন D] অ্যাড্রিনালিন
উঃ C] থাইরক্সিন।
13) BMR নিয়ন্ত্রণ করে A] STH B] ACTH C] থাইরক্সিন D] গ্লুকাগন
উঃ C] থাইরক্সিন।
14) রক্ত শর্করা র পরিমাণ কমাতে যে হরমোন টি সাহায্য করে A] ইস্টোজেন B] প্রোজোস্টেরন C] ইনসুলিন D] গ্লুকাগন
উঃ C] ইনসুলিন।
15) মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা হলো A] 12 টি B] 12 জোড়া C] 31 টি D] 31 জোড়া
উঃ B] 12 জোড়া।
16) মানুষের সুষুম্না স্নায়ু র সংখ্যা হলো A] 12 টি B] 31টি C] 12 জোড়া D] 31 জোড়া
উঃ D] 31 জোড়া।
17) মস্তিষ্কের আবরণকে বলে A] মেনিনজেস B] প্লুরা C] পেরিকাডিয়াম D] পেটিটোনিয়াম
উঃ A] মেনিনজেস।
18) চোখে র প্রতিবিম্ব গঠিত হয় A] লেন্স B] রেটিনাতে C] কর্নিয়াতে D] স্কেরাতে
উঃ B] রেটিনাতে।
19) প্যারামেসিয়ামের গমন অঙ্গ হল A] ক্ষনপদ B] মাংসলপদ C] সিলিয়া D] ফ্ল্যাজেলা
উঃ C] সিলিয়া।
20) গমনে অক্ষম প্রানী হলো A] কেঁচো B] শামূক C] প্রবাল D] সবকটি
উঃ C] প্রবাল।
21) পাখির ডানায় পালকের সংখ্যা হলো A] 23 টি B] 23 জোড়া C] 12 টি D] 12 জোড়া
উঃ A] 23 টি।
22) উদ্ভিদ হরমোন কে বলে A] ফাইটো হরমোন B] উৎসেচক C] ভিটামিন ডি] কোনোটিই নয়
উঃ A] ফাইটো হরমোন।
23) প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন টি হল A] অক্সিন B] জিব্বেরেলিন C] সাইটোকাইনিন D] ইথিলিন
উঃ A] অক্সিন।
24) ''উদ্ভিদরাও প্রানীদের মতো সংবেদনশীল'' কথা টি প্রথম বলেন A] মেডেল B] জগদীশ চন্দ্র বসু C] রবার্ট হুক D] লিনিয়াস
উঃ B] জগদীশ চন্দ্র বসু।
25) আইলেটস অব ল্যাঙগার হ্যানস থাকে A] গ্ৰীবাদেশে ট্রাকিয়ায় B] মস্তিষ্কে C] অগ্নাশয়ে D] শুক্রাশয়ে
উঃ C] অগ্নাশয়ে।
26) ADH এর অভাবে যে রোগটি হয় A] ডায়াবেটিস মিলাইটাস B] ডায়াবেটিস ইনসিপিডাস
উঃ B] ডায়াবেটিস ইনসিপিডাস
27) অ্যান্টি ডায়াবেটিক হরমোনটি হল A]থাইরক্সিন B] ACTH C] অ্যাডিনালিন D] ইনসুলিন
উঃ D] ইনসুলিন।
28) জরুরি কালীন বা সংকট কালীন হরমোন টি হল A] অ্যাড্রিনালীন B] থাইরক্সিন C] ইস্টোজেন D] ইনসুলিন
উঃ A] অ্যাড্রিনালিন।
29) যে হরমোন টি BMR এবং রক্ত চাপ বৃদ্ধি নিয়ন্ত্রণ করে A] ইনসুলিন B] গ্লুকাগন C] অ্যাড্রিনালীন D] STH
উঃ C] অ্যাড্রিনালীন।
30) ক্যালোরিজেনিক হরমোন টি হল A] ACTH B] FSH C] অ্যাডিনালিন D] থাইরক্সিন
উঃ D] থাইরক্সিন।
31) যে হরমোন টি শ্বাসকষ্ট লাঘবে ব্যবহার হয় সেটি হল A] থাইরক্সিন B] অ্যাড্রেনালিন C] প্রোলাকটিন D] ইস্ট্রোজেন
উঃ B] অ্যাড্রেনালিন।
32) প্রানীদেহে ভৌত সমন্বয় সাধনে সাহায্য করে A] উৎসেচক B] স্নায়ুতন্ত্র C] হরমোন D] রক্ত
উঃ B] স্নায়ুতন্ত্র।
33) দুটি নিউরোন এর স্ংযোগস্হল কে বলে A] সাইন্যাপসিস B] সাইন্যাপটিক নব C] সাইন্যাপস D] অ্যাক্সন সিল্ক
উঃ C] সাইন্যাপস।
34) হৃদস্পন্দন ও শ্বাসক্সিয়া নিয়ন্ত্রণ করে A]পনস B] সুষুম্না শীর্ষক C] গুরু মস্তিষ্ক D] অপটিক লোব
উঃ B] সুষুম্না শীর্ষক।
35) লজ্জাবতী গাছ স্পর্শ করলে পাতার পত্রক বুজে যাওয়া কি ধরনের চলন A] থার্মোন্যাস্টিক B] কেমোন্যাস্টিক C] নিকটিন্যাস্টিক D] সিসমোন্যাস্টিক
উঃ D] সিসমোন্যাস্টিক।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : মান: ১
1) নিউরোনের দীর্ঘ প্রবধ ককে কি বলে ?
উঃ অ্যাক্সন বলে।
2) স্নায়ুতন্ত্রের গঠন গত ও কার্যগত একককে কী বলে?
উঃ নিউরোন বা স্নায়ু কোশ।
3) নিউরোন এর ক্ষুদ্র ও শাখাপ্রশাখা যুক্ত প্রবর্ধক কে কী বলে?
উঃ ডেনড্রন।
4) দূটি নিউরোন এর স্ংযোগ স্হল কে কী বলে?
উঃ সাইন্যাপস।
5) কোন কোশ অঙ্গানু না থাকায় স্নায়ু কোষ বিভাজিত হতে পারে না?
উঃ সেন্ট্রো জোম।
6) একটি মিশ্র স্নায়ুর নাম লেখো?
উঃ ভেগাস।
7) মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে?
উঃ সেরিবেলাম বা লঘুমস্তিক্।
8) মানুষের অক্ষিগোলকের আলোকসুবেদী স্তরটির নাম কী?
উঃ রেটিনা।
9) পাখির গমন অঙ্গের নাম কী?
উঃ ডানা এবং পা।
10) গমনের সময় মস্তিষ্কের কোন অংশটি মানব দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে?
উঃ লঘুমস্তিস্ক।
11) অক্সিন হরমোন এর রাসায়নিক নাম কী?
উঃ ইনডোল আসেটিক অসিড।
12) ডাবের জলে কোন হরমোন থাকে?
উঃ সাইটোকাইনিন বা কাইনিন।
13) উদ্ভিদেরাও প্রানীর মত সংবেদনশীল কথা টি কে বলেন?
উঃ জগদীশ চন্দ্র বসু।
14) মানুষের চোখে র সঙ্গে যুক্ত স্নায়ু টির নাম লেখো?
উঃ অপটিক স্নায়ু।
15) কোন হরমোন লোহিত রক্ত কণিকা উৎপাদনে সাহায্য করে?
উঃ থাইরক্সিন।
16) মায়োপিয়ার ত্রুটি দূরীকরনে কোন লেন্স ব্যবহৃত হয়?
উঃ অবতল লেন্স।
17) কোন হরমোন মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে?
উঃ থাইরক্সিন।
18) সন্তান প্রসবে সাহায্য কারী হরমোন এর নাম লেখো?
উঃ অক্সিটোসিন।
19) একটি নিউরো হরমোনের উদাহরণ দাও?
উঃ ভেসোপ্রেসিন বা ADH
20) মানুষের রেটিনায় রড কোশ ও কোন্ কোশের সংখ্যা কত?
উঃ 11-12.5 রড কোশ এবং 63-68 লক্ষ কোন্ কোশ থাকে।
21) একনেত্র দৃষ্টি কোন প্রাণীর দেখা যায়?
উঃ ব্যাঙ, গরু, ঘোড়া।
22) দ্বিনেত্র দৃষ্টি কোন প্রাণীর দেখা যায়?
উঃ মানুষ, বানর, বাজপাখি।
23) মায়োপিয়া হলে কোন লেন্স ব্যবহার করা হয়?
উঃ অবতল লেন্স।
24) আমিবার গমন অঙ্গের নাম কী?
উঃ ক্ষনপদ বা সিউডোপোডিয়া।
25) মাছের গমনের সময় দিক পরিবর্তন করতে সাহায্য করে কোন পাখনা?
উঃ পুচ্ছ পাখনা।
26) মানুষের বল ও সকেট অস্থিসন্ধির উদাহরণ দাও।
উঃ স্কন্ধ সন্ধি।
27) ব্যাঙাচীর রূপান্তরে সাহায্য করে কোন হরমোন?
উঃ থাইরক্সিন।
28) ডিম্বাশয় থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয়?
উঃ ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন।
29) কোন গ্যাসীয় হরমোন ফল পাকতে সাহায্য করে?
উঃ ইথিলিন।
30) নিউরোনের দীর্ঘ শাখা প্রশাখা যুক্ত অংশটির নাম কি?
উঃ ডেনড্রন।
31) সারকুলেশন বা আবর্তন গতি কোন উদ্ভিদে দেখা যায়?
উঃ কুমড়োর কাণ্ড রোমে।
32) কোন অঙ্গ মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে?
উঃ পটকা।
33) একটি অ্যাবডাক্টর পেশির উদাহরণ দাও।
উঃ ডেলটয়েড পেশি।
34) কোন হরমোন উত্তেজনা প্রশমন করে?
উঃ নর অ্যাড্রেনালিন।
35) বৃক্ব নিঃসৃত দুটি হরমোনের নাম লিখ।
উঃ এরিথ্রোপোয়েটিন, ক্যালসিট্রিয়ল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন